Tuesday, September 16, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollঅনুদান নিলে কলকাতার পুজো মণ্ডপে রাখতে হবে মোদির ছবি !
Puja Donation Bjp

অনুদান নিলে কলকাতার পুজো মণ্ডপে রাখতে হবে মোদির ছবি !

শাসক দলকে অনুকরণ করতে গিয়ে বিতর্কে পদ্ম শিবির

ওয়েবডেস্ক- দিল্লির (Delhi) পর কলকাতায় (Kolkata) , টাকা নিলে পুজো মণ্ডপে (puja pavilion) মোদির (Narendra Modi)  ছবি রাখতে হবে। পুজো ক্লাবগুলো  বিজেপির কাছ থেকে টাকা নিলে মোদির ছবি রাখতে হবে, এই রকম নিদান দেওয়া হচ্ছে। শাসক দলের সঙ্গে প্রতিযোগিতা নামতে বিজেপি এবার পুজো কমিটিগুলো কে টাকা দেবে । কাকে কত টাকা দেওয়া হবে তা ঠিক করবে মিঠুন চক্রবর্তী নেতৃত্ব কমিটি (Mithun Chakraborty Leadership Committee) । কিন্তু দিল্লির মত এখানেও নিয়ম হয়েছে , পুজোর টাকা যে পুজো কমিটি নেবে , তাদের মণ্ডপের বাইরে মোদির ছবি লাগাতে হবে। দিল্লিতে পুজো জন্য 1200 ইউনিট বিদ্যুৎ ফ্রি করেছে বিজেপি সরকার । তার বদলে শর্ত হল , পুজো মণ্ডপে মোদির ছবি রাখতে হবে ।‌যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা ঝড় উঠতে শুরু হয়েছে ।‌

এবার বাংলার বিজেপিও সেই পথে হাঁটলো । বিজেপির এক নেতার মতে  ” এটা কোনও অন্যয় নয় । সরকার টাকা দিলে যদি পুজো কমিটি গুলো মমতা আর অভিষেক ছবি রাখতে পারে, তবে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখার অসুবিধা কোথায়?

সামনে বিধান সভা নির্বাচন , তাই  পুজোর আবেগ, জন সংযোগ ধরতে তৃণমূল , বিজেপি দু দল ই পথে নেমেছে। তার ই অঙ্গহলো পুজো কমিটিকে টাকা দেওয়া। প্রশ্ন উঠেছে বাঙালির আবেগের পুজো কি এখন কৌলিন্য হারিয়ে রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে গেল ?

আরও পড়ুন- পুরুলিয়াকে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

উল্লেখ্য, দুর্গাপুজোয় প্রতিবারই শাসকদল দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দিয়ে থাকে। এবছর ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। এবার শাসক দলের পাশাপাশি বিজেপিও অনুদান দিতে প্রস্তুত। যেখানে রাজ্যের আর্থিক অনুদানের বিরোধিতা করলেও, সেই পথেই হাঁটতে চাইছে গেরুয়া শিবির। যেখানে যে যে ক্লাব গুলিকে এই আর্থিক অনুদান দেওয়া হবে, তাদের কলকাতা থেকে সেই অনুদান তুলে দেওয়া হবে। আর এর দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। বছর ঘুরলেই ২০২৬ বিধানসভা নির্বাচন। দুর্গাপুজোকে হাতিয়ার করে বাঙালি অস্মিতাকে ধরতে চাইছে বিজেপি।

দেখুন আরও খবর-

Read More

Latest News